ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে ৫৩তম জাতীয় আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল ও ব্যাডমিন্টন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৫৩তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালক-বালিকাদের ভলিবল ও ব্যাডমিন্টন ইভেন্ট সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় বালকদের ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসা। বালিকা ব্যাডমিন্টনের একক ও দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর রানার্সআপ হয়েছে তালতলা হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়। খেলাগুলো চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের এই প্রতিযোগিতার ভেন্যু পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। তিনি চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে উপস্থিত হয়ে তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ এবং চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন।

প্রতিযোগিতার ম্যাচগুলো পরিচালনা করেন ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, শামসুন্নাহার শিলা, আব্দুল হাই, হাফিজুর রহমান, বিলকিস নাহার, শোয়েব আহমেদ, খাইরুল ইসলাম ও একরামুল হক সোহেল।
এদিকে, আজ চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে দিনব্যাপী সদর উপজেলা পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ের ৫৩তম জাতীয় অন্তঃস্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্টের পুরস্কার বিতরণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে ৫৩তম জাতীয় আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল ও ব্যাডমিন্টন সম্পন্ন

আপলোড টাইম : ০৮:৫৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৫৩তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালক-বালিকাদের ভলিবল ও ব্যাডমিন্টন ইভেন্ট সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় বালকদের ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসা। বালিকা ব্যাডমিন্টনের একক ও দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর রানার্সআপ হয়েছে তালতলা হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়। খেলাগুলো চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের এই প্রতিযোগিতার ভেন্যু পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। তিনি চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে উপস্থিত হয়ে তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ এবং চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন।

প্রতিযোগিতার ম্যাচগুলো পরিচালনা করেন ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, শামসুন্নাহার শিলা, আব্দুল হাই, হাফিজুর রহমান, বিলকিস নাহার, শোয়েব আহমেদ, খাইরুল ইসলাম ও একরামুল হক সোহেল।
এদিকে, আজ চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে দিনব্যাপী সদর উপজেলা পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ের ৫৩তম জাতীয় অন্তঃস্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্টের পুরস্কার বিতরণ করা হবে।