তিতুদহের বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে বর্ণিল পিঠা উৎসব
বাহারি পিঠায় মুগ্ধ দর্শনার্থীরা, বিক্রির শীর্ষে ‘ভালোবাসা’
- আপলোড টাইম : ০৮:৫১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
গ্রামবাংলার ঐতিহ্যকে জাঁকজমকপূর্ণভাবে তুলে ধরতে প্রথমবারের মতো তিতুদহের বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করা হয় বর্ণিল পিঠা উৎসব। কলেজ মাঠে পাঁচটি স্টলে শিক্ষার্থীরা প্রায় একশ প্রকারের বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রি করে। পিঠার স্বাদ নিতে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকার দর্শনার্থীরা ভিড় জমায়। কেউ কিনছে, কেউ দরদাম করছে, আবার কেউ বন্ধু-বান্ধবদের মুখে তুলে খাওয়াচ্ছে বাহারি স্বাদের পিঠা। পিঠার মিষ্টি গন্ধে মুখরিত কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ।
অল্প দামে বিভিন্ন নামে পিঠা বিক্রি করে শিক্ষার্থীরা কিছুটা লাভের মুখও দেখেছে, যা তারা হাস্যোজ্জ্বলভাবে গণমাধ্যমকে জানিয়েছে। বিক্রির শীর্ষ তালিকায় ছিল ভালোবাসা, ছেলেদের মন, মেয়েদের মন, শামুক, মিষ্টি কুমড়া, সিম, পিওর সিঙ্গেল, দুধ মিঠাই’সহ আরও কিছু সুস্বাদু পিঠা।
এছাড়াও গতকাল মঙ্গলবার কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আটটি ধাপে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপি নেতা মাসুদ রানা।