চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
এবার হচ্ছে না প্রভাত ফেরি ও রাস্তা-দেয়ালে আলপনা অঙ্কন- আপলোড টাইম : ০৮:৪৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা প্রশাসনের পৃথক আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন প্রভাত ফেরি ও রাস্তা-দেয়ালে আলপনা অঙ্কন প্রতিযোগিতা এই দুটি কর্মসূচি করা হবে না। তবে জাতীয় কর্মসূচীর সাথে মিল রেখে চুয়াডাঙ্গাতেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
এসব কর্মসূচির মধ্যে শহরের প্রধান প্রধান সড়কসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, শিশুদের কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চুয়াডাঙ্গা শহিদ মিনারে আলপনা অংকন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এবার যথাযথ মর্যাদায় ও যথাসময়ে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। সবার সহযোগিতায় মাতৃভাষা দিবসটি পালনে সহযোগিতা থাকবে। এই দিবসটি সকল শ্রেণি-পেশা ও সব ধর্মের মানুষের জন্য।’ সভায় সবাইকে এই দিবসটি পালনে সহযোগিতা করার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘মহান শহীদ দিবসকে সামনে রেখে অপ্রীতিকর কিছু ঘটাতে পারে পলাতকরা। সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। জাতীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে উদ্যাপন করতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্যসচিব সাফফাতুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাংবাদিক মেহেরাব্বিন সানভী প্রমুখ। এছাড়া জেলার সব সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে ঝিনাইদহে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। সভায় বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের গর্বের বিষয়। আমরা সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি উদ্যাপন করব। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবারের উদ্যাপনে নতুন মাত্রা যোগ করবে। দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’