দুদিনের ব্যবধানে ৬ ডিগ্রি কমলো চুয়াডাঙ্গার তাপমাত্রা
- আপলোড টাইম : ০৮:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় আবারও শীত জেঁকে বসেছে। মাত্র দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গত রোববার একই সময়ে জেলার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। পরদিন সোমবার সকাল ৯টায় তা নেমে আসে ১৭.৫ ডিগ্রিতে। মাত্র দুই দিনে ৬ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা হঠাৎ করেই বেড়ে গেছে।
হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শহরের পুরাতন স্টেডিয়াম মোড়ে দেখা যায়, অনেক রিকশাচালকই গায়ে গরম কাপড় জড়িয়ে কাজ করছেন। একজন রিকশাচালক শহিদুল ইসলাম বলেন, ‘আগের কদিন তো শীতই লাগেনি, পাতলা গেঞ্জি পরেও বের হয়েছি। কিন্তু আজ হঠাৎ শীত বেড়ে যাওয়ায় এখন আবার সোয়েটারটা পড়ে বের হতে হয়েছে।’
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, ‘উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে জেলার তাপমাত্রা হঠাৎ করেই কমে গেছে। তবে, আগামী ৪৮ ঘণ্টায় আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।’ তিনি আরও জানান, ‘আগামী ৫-৬ দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০-১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। ফলে শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে।’