জীবননগরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ
- আপলোড টাইম : ০৬:৩৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে শ্বশুর ও চাচা শ্বশুরের বিরুদ্ধে। গ্রামের গাঙপাড়ার অভিযুক্ত শ্বশুর গোপনে অন্যের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ মারধরের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা চিকিৎসা গ্রহণ শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আরিফা খাতুন জানান, তার শ্বশুর মহির উদ্দিন খেজু (৫৫) গোপনে মোবাইল ফোনে পরনারীর সঙ্গে কথা বলতেন। বিষয়টি জানাজানি হলে তিনি ও তার স্বামী বকুল হোসেন তাকে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুর খেজু ও চাচা শ্বশুর রমজান আলী তাদের ওপর হামলা চালান। এসময় তারা স্বামী-স্ত্রীকে লাঠিসোটা দিয়ে মারধর করেন। চাচা শ্বশুর রমজান আলী আরিফার গায়ের জামা-কাপড় টেনে ছিঁড়ে ফেলেন বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে যান।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মনিরুল ইসলাম দুদবারী বলেন, ‘ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করতে গিয়েছিল। আমরা পুলিশের কাছে সময় চেয়েছি। আশা করি, স্থানীয়ভাবে আপস-মীমাংসা করতে পারব।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই একজন অফিসারকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’