ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করে ধ্বংস করল সেনাবাহিনী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মেহগনি বাগান থেকে উদ্ধার হওয়া একটি তাজা গ্রেনেড ধ্বংস করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার বিকেলে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ (ডিসপোজাল) ইউনিট এসে এটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। এর আগে ভোর থেকেই যৌথবাহিনীর সদস্যরা বিস্ফোরক থাকা সন্দেহে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেহগনি বাগানটি ঘিরে রাখে। যৌথবাহিনী গোপন সূত্রে জানতে পারে, জনৈক সিরাজুল ইসলামের মালিকানাধীন বাগানে বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। এরপর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে।
অভিযানে নেতৃত্ব দেন মেজর আকিদুর রহমান রুসাদ। তিনি বলেন, ‘আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, এখানে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। তাই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বেলা সাড়ে তিনটার দিকে যশোর সেনানিবাস থেকে বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তারা মেহগনি বাগানের একপাশ থেকে একটি ‘আর্জেস হ্যান্ড গ্রেনেড ৩৬’ উদ্ধার করে এবং সেটি ধ্বংস করে।’ তিনি বলেন, ‘কীভাবে গ্রেনেডটি সেখানে এল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে যে, এটি কোনো রাজনৈতিক দলের পলাতক সদস্যরা লুকিয়ে রাখতে পারে।’
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যৌথবাহিনী আমাদের বিষয়টি জানিয়েছে। সেনাবাহিনী ও পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। সফলভাবে গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে।’ এদিকে, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করে ধ্বংস করল সেনাবাহিনী

আপলোড টাইম : ০৬:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মেহগনি বাগান থেকে উদ্ধার হওয়া একটি তাজা গ্রেনেড ধ্বংস করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার বিকেলে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ (ডিসপোজাল) ইউনিট এসে এটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। এর আগে ভোর থেকেই যৌথবাহিনীর সদস্যরা বিস্ফোরক থাকা সন্দেহে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেহগনি বাগানটি ঘিরে রাখে। যৌথবাহিনী গোপন সূত্রে জানতে পারে, জনৈক সিরাজুল ইসলামের মালিকানাধীন বাগানে বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। এরপর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে।
অভিযানে নেতৃত্ব দেন মেজর আকিদুর রহমান রুসাদ। তিনি বলেন, ‘আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, এখানে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। তাই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বেলা সাড়ে তিনটার দিকে যশোর সেনানিবাস থেকে বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তারা মেহগনি বাগানের একপাশ থেকে একটি ‘আর্জেস হ্যান্ড গ্রেনেড ৩৬’ উদ্ধার করে এবং সেটি ধ্বংস করে।’ তিনি বলেন, ‘কীভাবে গ্রেনেডটি সেখানে এল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে যে, এটি কোনো রাজনৈতিক দলের পলাতক সদস্যরা লুকিয়ে রাখতে পারে।’
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যৌথবাহিনী আমাদের বিষয়টি জানিয়েছে। সেনাবাহিনী ও পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। সফলভাবে গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে।’ এদিকে, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।