ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গার কেশবপুরে পুত্রবধূকে মারধরের অভিযোগ

প্রতিবেদক, হাটবোয়ালিয়া:
  • আপলোড টাইম : ০৬:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার কেশবপুর গ্রামে চাচা শ্বশুরের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তানিয়া খাতুন অভিযোগ করে জানান, দীর্ঘ দুই বছর ধরে তার চাচা শ্বশুর ইউনুস আলী তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন বাড়িতে একা পেয়ে ইউনুস আলী তাকে জোরপূর্বক ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাঁধা দিলে তাকে মারধর করা হয় এবং জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রতিবেশীরা জানান, ইউনুস আলী দীর্ঘদিন ধরে তানিয়াকে হুমকি দিয়ে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমস্যা সমাধান হয়নি। গ্রামবাসী ইউনুসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, এ বিষয়ে অভিযোগ তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার কেশবপুরে পুত্রবধূকে মারধরের অভিযোগ

আপলোড টাইম : ০৬:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গার কেশবপুর গ্রামে চাচা শ্বশুরের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তানিয়া খাতুন অভিযোগ করে জানান, দীর্ঘ দুই বছর ধরে তার চাচা শ্বশুর ইউনুস আলী তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন বাড়িতে একা পেয়ে ইউনুস আলী তাকে জোরপূর্বক ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাঁধা দিলে তাকে মারধর করা হয় এবং জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রতিবেশীরা জানান, ইউনুস আলী দীর্ঘদিন ধরে তানিয়াকে হুমকি দিয়ে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমস্যা সমাধান হয়নি। গ্রামবাসী ইউনুসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, এ বিষয়ে অভিযোগ তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।