কার্পাসডাঙ্গার শিবনগরে মহিলা দলের কর্মী সভা
- আপলোড টাইম : ০৬:১৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামে ৯ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা দলের নেত্রী নিপা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক ছালমা জাহান পারুল, সদস্যসচিব লাইলী আক্তার বেবি, মহিলা দল নেত্রী সালেহা খাতুন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সিনিয়র সহসভাপতি করম আলী মেম্বার, সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী ভুট্ট, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন খসরু, যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসা, কৃষক দল নেতা রোকনুজ্জামান তোতাম ও শামসুল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন নাটুদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি বিশ্বাস, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ম্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন বিশ্বাস, সদস্যসচিব খাইরুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সীমা খাতুন, বিএনপি নেতা সাজিবর রহমান মেম্বার, মো. আসলাম মেম্বার, নোয়াজ্জেস মেম্বার, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল গনি, জসিম উদ্দিন, ডা. ওবাইদুর রহমান, তুফান বিশ্বাস, যুবদল নেতা তারিকুল ইসলাম, হাসিবুল, ইমান আলী, কৃষকদল নেতা আহসান খান, আব্দুর রশিদ, মাসুদ মাস্টার, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী আলেয়া সিদ্দিকা, শাহানা পারভিন, ইসমতারা প্রমুখ। সভা পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম।