ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৬৪ বোতল মদ ও ফেনসিডিল উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৬:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা এবং পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ৩ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও একজনকে যশোর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গত রোববার বিকেল চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৭/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া একই দিন রাত সাড়ে ৭টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৭ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের হালিমের আমবাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল সোমবার ভোর ৬টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/২৯-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বাঁশ বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপর দিকে, গতকাল বেলা একটার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৬-এস হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. মজিবরের ধান খেতের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৬৪ বোতল মদ ও ফেনসিডিল উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

আপলোড টাইম : ০৬:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা এবং পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ৩ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও একজনকে যশোর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গত রোববার বিকেল চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৭/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া একই দিন রাত সাড়ে ৭টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৭ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের হালিমের আমবাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল সোমবার ভোর ৬টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/২৯-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বাঁশ বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপর দিকে, গতকাল বেলা একটার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৬-এস হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. মজিবরের ধান খেতের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।