ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগরে চিকিৎসককে মারধর করা সেই যুবদল নেতা ইকতার বহিষ্কার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৬০ বার পড়া হয়েছে


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বিশ্বাসকে হাসপাতাল চত্বরে মারধর করা যুবদল নেতা ইকতার রহমানকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার তাকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইকতার রহমানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।


এদিকে এই হামলার ঘটনায় জীবননগর থানায় আজ সোমবার লিখিত অভিযোগ করেছেন জাহাঙ্গীর আলম।


যুবদলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।


উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। রাত ১১টা ৩৭ মিনিটে হাসপাতাল চত্বরে পৌঁছালে মোটরসাইকেল থেকে নেমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেকিকেল অফিসার জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর শুরু করেন জীবননগর পৌর যুবদলের সদস্য ইকতার রহমান।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে চিকিৎসককে মারধর করা সেই যুবদল নেতা ইকতার বহিষ্কার

আপলোড টাইম : ০২:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বিশ্বাসকে হাসপাতাল চত্বরে মারধর করা যুবদল নেতা ইকতার রহমানকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার তাকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইকতার রহমানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।


এদিকে এই হামলার ঘটনায় জীবননগর থানায় আজ সোমবার লিখিত অভিযোগ করেছেন জাহাঙ্গীর আলম।


যুবদলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।


উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। রাত ১১টা ৩৭ মিনিটে হাসপাতাল চত্বরে পৌঁছালে মোটরসাইকেল থেকে নেমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেকিকেল অফিসার জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর শুরু করেন জীবননগর পৌর যুবদলের সদস্য ইকতার রহমান।