চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
- আপলোড টাইম : ১০:২৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার ওজোপাডিকোর উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে মিজান আলী (৫৫) নামে এক পাখিভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে পৌর শহরের থানা কাউন্সিলপাড়ার আবু হেনার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিজান আলী পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার নৃত মোহাব্বত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা ওয়াশায় কর্মরত আবু হেনার বাড়িতে তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণকাজ চলছিল। নির্মাণ শ্রমিকেরা সেখানে কাজ করছিলেন। পাখিভ্যান চালক মিজান আলী সাটারিংয়ের কাঠ তৃতীয় তলায় তুলছিলেন। এসময় কাঠের এক প্রান্ত বাড়ির সংস্পর্শে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান আলীর শরীরে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মিজান আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিৎ কুমার গোস্বামী তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিজান আলীর মৃত্যু সম্পর্কে আবু হেনার শাশুড়ী সেলিনা পারভীন বলেন, ‘নির্মাণ শ্রমিকেরা বাড়িতে কাজ করছিলেন, আমি আত্মীয়ের বাড়িতে ছিলাম। ফোনে জানতে পারি, সাটারিংয়ের কাঠ ছাদে তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আমি দ্রুত বাড়িতে ফিরি, এর আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক আহসান হাবীব বলেন, চুয়াডাঙ্গা সাব স্টেশন থেকে মেহেরপুর শহরের সাব স্টেশনে সরবরাহকৃত বৈদ্যুতিক ৩৩ কেভি লাইনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক লাইনটি বন্ধ করে দেয়া হয়, যা ৩৫ মিনিট স্থায়ী ছিল। ফায়ার সার্ভিস লাশ উদ্ধারের পর লাইনটি আবার সচল করা হয়।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিৎ কুমার গোস্বামী বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি ঘটনার সময়ই তার মৃত্যু হয়।’ চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে মর্মে সদর হাসপাতাল থেকে জাননো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। বিকেলেই লাশ পরিবারের কাছে দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়।’