চুয়াডাঙ্গায় জামায়াতের যুব বিভাগের কর্মী সমাবেশ
- আপলোড টাইম : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার জামায়াতের যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় পদ্মবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুপিনাথপুর গ্রামে এ সমাবেশ আয়োজন করা হয়। ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রাশিদুল ইসলাম রিপনের সঞ্চালনায় এবং ওয়ার্ড সভাপতি ডা. ফরিদ হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, মসজিদ মিশনের সভাপতি আলিনূর বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়ন আমির আসমান আলী, ইউনিয়ন সেক্রেটারি মাসুদ রানা, ইউনিয়ন সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান শেখ, ইউনিয়ন সহকারী সেক্রেটারি আশিকুর রহমান বকুল, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজমুল হোসাইন এবং ইউনিয়ন টিম সদস্য আব্দুর রহমান।