আলমডাঙ্গা পৌর জামায়াতের মাসিক রুকন বৈঠক
- আপলোড টাইম : ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা পৌর জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ৭টায় আলমডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির মাহের আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী, জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য ও জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন।
তিনি পৌর শাখার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পৌর শাখার সকল ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে হবে।’ তিনি জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন। এছাড়াও আগামী রমজানে বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজনের দিকনির্দেশনাও প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ, সাবেক আমির মীর আব্দুল জলিল, শেখ রবিউল ইসলাম, মাওলানা শফিউদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, নজরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হাসমত উল্লাহ, সোহরাব উদ্দিন, গোলাম রহমান বাবলু, মোশাররফ হোসেন, সামছুল আরেফিন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, আশকার উদ্দিনসহ পৌর শাখার রুকনবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন।