চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সন্তানের ওপর কোনো কিছু চাপিয়ে দিবেন না: ডিসি জহিরুল
- আপলোড টাইম : ১০:১৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ম কুমার রাজবংশী, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, অভিভাবক সদস্য আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের সুযোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের অনুরোধ আপনাদের শিক্ষার্থীদের যত্ন সহকারে খেয়াল রাখবেন।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সন্তানের চলাফেরা লক্ষ্য করবেন। আপনার সন্তান কোথায় যায়, কী করে, সেদিকে খেয়াল রাখবেন। আপনার সন্তান সন্ধ্যার পর বাইরে থাকলে হবে না। তাকে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরতে হবে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।’ অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে আপনার সন্তানকে মোবাইলে অনলাইনে ক্লাস করতে হয়। মোবাইলের ব্যবহার ঠিক মতো করছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের সন্তানের ওপর কোনো কিছু চাপিয়ে দিবেন না। তার পছন্দকে প্রাধান্য দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘শিক্ষা নিয়ে কোনো শটকাট নয়, আমাদের পড়তে হবে। এই সময়টা বিপথে যাওয়ার কাল। এমন কোনো কাজ করব না, যেখানে বিপদ আসবে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়, এমন কাজ করব না। মোবাইল যেমন তথ্যের ভাণ্ডার, তেমনই বিপথে যাওয়ারও একটা মাধ্যম। মোবাইলকে তথ্যের ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে হবে। মাদকের প্রতি আসক্ত হওয়া যাবে না। কিশোর গ্যাং থেকে দূরে থাকতে হবে। তোমাদের সৃজনশীলতা দিয়ে দেশ গড়ে উঠবে। তোমাদের দ্বারা জাতি উপকৃত হোক সেটাই করতে হবে।’
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ, ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিধান। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতাপাঠ ও বাইবেল পাঠ করা হয়।