ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গার হাঁপানিয়ায় প্রবাসীদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সঠিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের এখনই সময়- শরীফুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়ায় যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথমবারের মতো তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ এশা চিৎলা ইউনিয়নে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন আমাদের চোখে নতুন স্বপ্ন জাগিয়েছে। আমাদের তরুণরা রক্তের বিনিময়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিস্ট স্বৈরশাসনের পতন ঘটিয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো সেই সংগ্রামের চেতনা ধরে রাখা।’

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ভুলে গিয়ে দলের মনোনীত প্রার্থীর জন্য সবাইকে কাজ করতে হবে। স্বৈরাচারের ছায়া থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।’ তিনি বলেন, ‘বিগত সরকারের সময়ে দিনের ভোট রাতে হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। কিন্তু এবার জনগণ নিজে ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে। সঠিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের এখনই সময়। যে নেতা জনগণের আস্থাভাজন হবেন, যিনি দলের আদর্শ ও গণতন্ত্রের জন্য লড়বেন, তাকেই বেছে নিতে হবে।’

শরীফুজ্জামান বলেন, ‘স্বৈরাচারী শাসনের এই দীর্ঘ সময়ে আমরা কণ্ঠরোধের শিকার হয়েছি। ইসলামের প্রচারেও বাধা দেওয়া হয়েছে, ওয়াজ মাহফিলে পুলিশের অনুমতি নিতে হয়েছে। অথচ এখন আমরা স্বাধীনভাবে কথা বলছি। এই স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’

সামাজিক ন্যায়বিচারের আহ্বান জানিয়ে শরীফুজ্জামান বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। লেখাপড়া, চাকরিসহ সব ক্ষেত্রে সবাই সমানভাবে প্রতিযোগিতা করতে পারবে। আমরা বৈষম্যহীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক দেশ গড়তে চাই।’ শরীফুজ্জামান শরীফ তাঁর বক্তব্যের শেষাংশে চুয়াডাঙ্গাবাসীকে সাহসের সঙ্গে অগ্রসর হওয়ার আহ্বান জানান এবং ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা রফিকুল ইসলাম সিরাজী ও দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা আতিয়ার রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি মাহাদী হাসান ও হাফেজ কাউসার আলী। চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন ও সাধারণ সম্পাদক মো. মহাসিন আলী।

এছাড়া চিৎলা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর ও যুবদল নেতা মিরাজুল ইসলাম বেল্টু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাবুদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর কনক ও পৌর ছাত্রদলের সদস্য শাহারুখ আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কুরআনের আলোকে জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, ইসলামের সঠিক শিক্ষা মানুষের চরিত্র ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে। মাহফিল শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার হাঁপানিয়ায় প্রবাসীদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সঠিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের এখনই সময়- শরীফুজ্জামান

আপলোড টাইম : ১০:১৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়ায় যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথমবারের মতো তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ এশা চিৎলা ইউনিয়নে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন আমাদের চোখে নতুন স্বপ্ন জাগিয়েছে। আমাদের তরুণরা রক্তের বিনিময়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিস্ট স্বৈরশাসনের পতন ঘটিয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো সেই সংগ্রামের চেতনা ধরে রাখা।’

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ভুলে গিয়ে দলের মনোনীত প্রার্থীর জন্য সবাইকে কাজ করতে হবে। স্বৈরাচারের ছায়া থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।’ তিনি বলেন, ‘বিগত সরকারের সময়ে দিনের ভোট রাতে হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। কিন্তু এবার জনগণ নিজে ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে। সঠিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের এখনই সময়। যে নেতা জনগণের আস্থাভাজন হবেন, যিনি দলের আদর্শ ও গণতন্ত্রের জন্য লড়বেন, তাকেই বেছে নিতে হবে।’

শরীফুজ্জামান বলেন, ‘স্বৈরাচারী শাসনের এই দীর্ঘ সময়ে আমরা কণ্ঠরোধের শিকার হয়েছি। ইসলামের প্রচারেও বাধা দেওয়া হয়েছে, ওয়াজ মাহফিলে পুলিশের অনুমতি নিতে হয়েছে। অথচ এখন আমরা স্বাধীনভাবে কথা বলছি। এই স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’

সামাজিক ন্যায়বিচারের আহ্বান জানিয়ে শরীফুজ্জামান বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। লেখাপড়া, চাকরিসহ সব ক্ষেত্রে সবাই সমানভাবে প্রতিযোগিতা করতে পারবে। আমরা বৈষম্যহীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক দেশ গড়তে চাই।’ শরীফুজ্জামান শরীফ তাঁর বক্তব্যের শেষাংশে চুয়াডাঙ্গাবাসীকে সাহসের সঙ্গে অগ্রসর হওয়ার আহ্বান জানান এবং ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা রফিকুল ইসলাম সিরাজী ও দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা আতিয়ার রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি মাহাদী হাসান ও হাফেজ কাউসার আলী। চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন ও সাধারণ সম্পাদক মো. মহাসিন আলী।

এছাড়া চিৎলা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর ও যুবদল নেতা মিরাজুল ইসলাম বেল্টু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাবুদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর কনক ও পৌর ছাত্রদলের সদস্য শাহারুখ আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কুরআনের আলোকে জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, ইসলামের সঠিক শিক্ষা মানুষের চরিত্র ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে। মাহফিল শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।