চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ১০:১৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের আয়োজনে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ আবু রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খান।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক আয়েশা আক্তার রিক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি মিজানুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্যসচিব সাফফাতুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।