বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ
- আপলোড টাইম : ১০:০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ। সনাতনীদের অন্যতম এই ধর্মীয় উৎসব প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। তিথির কারণে এ বছর রোববার ও সোমবার অনুষ্ঠিত হচ্ছে এই পূজা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার দুপুরের পর পূজার আয়োজন করেন ভক্তরা। তবে আজ সোমবারই হবে মূল আয়োজন। আজ সকালে দেবী আরাধনায় মেতে উঠবেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। দেশের বিদ্যাপীঠগুলোতে পূজা উপলক্ষে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। পূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্ডপে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার আয়োজন রোববার রাতেই শেষ হয়েছে।
দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এ পূজায় মনোযোগী হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ঢাকায় বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। রোববার জগন্নাথ হলের মাঠে গিয়ে দেখা যায়, চলছে পূজার কর্মযজ্ঞ। পুরো মাঠের চারপাশে মন্ডপ বসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট-ইনস্টিটিউটের।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে। বিবৃতিতে সংগঠনের নেতারা বলেছেন, সরস্বতী শান্তির বার্তাবহ, এই দিনের তাৎপর্য ও চেতনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারলে কোথাও হিংসা, বিদ্বেষ ও বৈষম্যের অস্তিত্ব থাকার কথা নয়।
এদিকে জাতীয় প্রেস ক্লাব, সচিবালয়, বরদেশ্বরী কালীমাতা মন্দির, রমনা কালী মন্দির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজসহ বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে এবারও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।