মেহেরপুর জেলা জাসাসের লিফলেট বিতরণ
- আপলোড টাইম : ১০:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লার সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মোহাম্মদ জাকির হোসেন রোকন। সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা জাসাসের আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান অশেষের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম সেলিম, মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি জুলফিকার খান হেলাল, মেহেরপুর পৌর জাসাসের সভাপতি তৌফিকুর রহমান রানা, সাধারণ সম্পাদক মোকিদুর রহমান, সদর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।
এছাড়া জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদতুন নেসা নয়ন, মোশিউল আলম দ্বীপু, ফিরোজা আক্তার পপি, কৌশিক, স্পর্শ রায়, মিসিলাসহ বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।