ঝিনাইদহে আ.লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- আপলোড টাইম : ০৯:৫৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারি মাসজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিলে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের গীতাঞ্জলি সড়কস্থ জেলা বিএনপির একাংশের কার্যালয় থেকে এ মিছিল বের হয়।
এসময় নেতা-কর্মীরা ‘আমার সোনার বাংলায়, শেখ হাসিনার ঠাঁই নাই’, ‘নতুন সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেন। জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম রহমান বাবুর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী দোসরদের রাজনৈতিক কর্মসূচি করার কোনো অধিকার নেই। গণহত্যাকারী, লুটেরা আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষ আওয়ামী লীগের সকল নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সাইফ মাহমুদ মামুন, যুবদলের সহসভাপতি ইনসান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, মেহেদী, আসলাম, মতিন, মতিউর রহমান, উজ্জল মিয়া, রিপন খান, মিলন হোসেন প্রমুখ।