জুড়ানপুর ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন
- আপলোড টাইম : ০৯:৫৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে জুড়ানপুরের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সালমা জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফুন্নাহার রিনা।
প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মোছা. শেফালী খাতুন, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছা. নাছরীন পারভীন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী, জুড়ানপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।