রাজশাহীর বাঘা উপজেলার এসিল্যান্ড হলেন আলমডাঙ্গার জুয়েল
- আপলোড টাইম : ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার শ্রীরামপুরের জুয়েল সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় যোগদান করেছেন। তিনি ২০২২ সালের ২৫ মে বিসিএস ক্যাডারে (প্রশাসন) সফলতার সাথে উত্তীর্ণ হন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে বিসিএস (প্রশাসন) ক্যাডারে পরীক্ষা দিয়ে সহকারী কমিশনার হিসেবে উত্তীর্ণ হন।
জুয়েল শ্রীরামপুর নিবাসী মো. নজরুল ইসলাম (শিক্ষক) এবং মোছা. জেসমিন আরা খাতুনের (শিক্ষিকা) সন্তান। তিনি আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০০৩ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। পরে মেধার স্বাক্ষর রেখে পর্যায়ক্রমে তিনি বুয়েটে লেখাপড়ার সুযোগ পান। বুয়েট থেকে লেখাপড়া শেষে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের’ সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। প্রকৌশলীর পদ ছেড়ে আবার বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হন।
তাকে অভিনন্দন জানিয়েছেন কালিদাসপুর ইউনিয়নবাসী, শ্রীরামপুর গ্রামবাসী, আলমডাঙ্গা সরকারি স্কুল, সরকারি কলেজসহ তার স্কুল পড়ুয়া বন্ধুরা। জুয়েলের পিতা শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আপনারা সকলে দোয়া করবেন সে যেন সততার সাথে পরবর্তী পদোন্নতি পেয়ে ইউএনও হিসেবে সফলভাবে উন্নীত হয়।