চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ
- আপলোড টাইম : ০৯:৪৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে আলমডাঙ্গায় কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা মঞ্চে প্রবাসী কামাল জোয়ার্দারের সহযোগিতায় কম্বল বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক গোলাম সরোয়ার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের আহবায়ক সমাজসেবক তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য, আমরা নাগরিক পরিষদের উদ্যোগে আলমডাঙ্গার দুস্থ ও মধ্যবিত্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে এসেছি। বিগত সময়ে স্বৈরাচারী সরকার থাকতে আমরা খোলামনে কিছু করতে পারিনি। আমরা স্বৈরাচার সরকার হটিয়ে বৈষম্যহীন একটি সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছি। কিন্তু এখনও আমরা প্রতি পদে পদে বৈষম্যের শিকার হচ্ছি। অস্থায়ী সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তারা যেন ভোট দিয়ে তাদের মনের মতো সরকার গঠন করতে পারে সেই ব্যবস্থা করা।’
তিনি আরও বলেন, ‘আমার বন্ধু প্রবাসী কামাল জোয়ার্দারকে জানালে কম্বল পাঠিয়ে দিয়েছেন। চুয়াডাঙ্গা নাগরিক কমিটির মাধ্যমে আমরা জীবননগর, দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদরে কম্বল বিতরণ করেছি। আজ আলমডাঙ্গায় বিতরণ করা হলো। একটি অরাজনৈতিক সংগঠন এটা, তবে রাজনীতি মুক্ত নয়। কারণ পাগল ছাড়া সকলেই কোনো না কোনো দলকে সমর্থন করে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম, অ্যাড. কাইজার জোয়ার্দার, কমরেড লিটু বিশ্বাস, লণ্টু রহমান, শাফায়েতুল ইসলাম, আনিসুজ্জামান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, আলামডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী আনসুজ্জামান মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাংবাদিক শরিফুল ইসলাম, রানা আহমেদ, তরিকুল ইসলাম, আব্দুস সাত্তার, মিলন হোসেন, মোমেন আলী প্রমুখ।