প্রেট্রোল শেষ, মোটসাইকেল ফেলে পালালো চোর
- আপলোড টাইম : ০৯:৪৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার গিরিশনগর বাজার জামে মসজিদ থেকে চুরি হওয়া মোটরসাইকেল অবশেষে ফিরে পেলেন ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয় গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলা এলাকা থেকে। স্থানীয় জনতার ধাওয়ায় চোর পালিয়ে গেলেও তার ছবি তুলে রাখে এলাকাবাসী।
জানা গেছে, গত ১৫ জানুয়ারি মাগরিবের নামাজ পড়ানোর সময় বাইরে রাখা ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীরের ১২৫ সিসির গ্লামার মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পর তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে বিষয়টি সবার নজরে আসে। চোর সম্পর্কে সন্দেহ থাকলেও বাইকের কোনো খোঁজ মেলেনি। এরই মধ্যে, গতকাল রাতে খেজুরতলা বটতলা এলাকায় একটি মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে সেটি বন্ধ হয়ে যায়। তখন চোর হৃদয় আলী বাইকটি চালু করার চেষ্টা করছিল। এ সময় স্থানীয় কয়েকজন তার পরিচয় জানতে চাইলে সে এলোমেলো কথা বলতে থাকে। সন্দেহ হওয়ায় আরও কয়েকজন এগিয়ে এলে চোর দেঁড়ে পালিয়ে যায়। তবে এর আগেই স্থানীয়রা তার ছবি তুলে রাখে, যা দেখে সবাই নিশ্চিত হয় যে সে-ই মূল চোর।
মোটরসাইকেলটির মালিক মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর জানান, ‘আমাদের সন্দেহ ছিল, গোবরগাড়া গ্রামের হৃদয়ই বাইকটি চুরি করেছে। সে এলাকায় পরিচিত চোর, এর আগেও বহুবার মোটরসাইকেল চুরির ঘটনায় আটক হয়েছে।’
এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘স্থানীয় জনতার ধাওয়ায় চোর পালিয়ে যাওয়ার পর মোটরসাইকেলটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। দ্রুত মালিকের কাছে হস্তান্তর করা হবে।’