ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগর সীমান্ত এলাকায় ৫৮-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রোববার মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্ত জীবননগর বিওপির সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬৪-এর ৩.৫ কিলোমিটার অভ্যন্তরে গোয়ালপাড়া ইটভাটার পাশের আমবাগানে অভিযান চালায়। এসময় ৩৮ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। একই দিন সকাল ৬টা ১৫ মিনিটে রাজাপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে ২৫০ গজ অভ্যন্তরে রাজাপুর গ্রামের রফিকুলের আমবাগান থেকে আরও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়।

অপর দিকে, সকাল ৮টার দিকে মাধবখালী বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭০/৩-এস-এর ২০০ গজ অভ্যন্তরে মাধবখালী গ্রামের রফিকের ভুট্টাখেতে অভিযান চালায় বিজিবি। এসময় ৪৭৬ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ওষুধের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির বিশেষ নজরদারি অব্যহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর সীমান্ত এলাকায় ৫৮-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার

আপলোড টাইম : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রোববার মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্ত জীবননগর বিওপির সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬৪-এর ৩.৫ কিলোমিটার অভ্যন্তরে গোয়ালপাড়া ইটভাটার পাশের আমবাগানে অভিযান চালায়। এসময় ৩৮ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। একই দিন সকাল ৬টা ১৫ মিনিটে রাজাপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে ২৫০ গজ অভ্যন্তরে রাজাপুর গ্রামের রফিকুলের আমবাগান থেকে আরও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়।

অপর দিকে, সকাল ৮টার দিকে মাধবখালী বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭০/৩-এস-এর ২০০ গজ অভ্যন্তরে মাধবখালী গ্রামের রফিকের ভুট্টাখেতে অভিযান চালায় বিজিবি। এসময় ৪৭৬ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ওষুধের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির বিশেষ নজরদারি অব্যহত রয়েছে।