বিশ্ব মেছো বিড়াল দিবস উদ্যাপন
- আপলোড টাইম : ০৪:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
- / ৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে এই প্রথম বিশ্ব মেছো বিড়াল দিবস উদ্যাপন হয়েছে। গতকাল শনিবার খুলনা বিভাগীয় পর্যায়ে এই দিবসটি খুবই জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। খুলনা বিভাগের ১৪টি জেলার প্রায় ২০টি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন জেলার বন কর্মকর্তা-কর্মচারীরা দিবসটি একযোগে পালন করেছে। এরমধ্যে সর্বোচ্চ আয়োজিত হিসেবে প্রচার হয়েছে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ফুলের রাজ্য নামক স্থানের আয়োজনটি। আর এই আয়োজনের প্রতিনিধিত্ব করে চুয়াডাঙ্গা জেলার বর্তমান সর্বোচ্চ স্বনামধন্য টিম “মানবতার জন্য” স্বেচ্ছাসেবী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সামাজিক বন অঞ্চল সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বন সংরক্ষক অর্পিতা মন্ডলসহ বিভিন্ন অঞ্চল হতে আগত বন কর্মকর্তারা। মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু জানান, বেলা ১১টার বর্ণাঢ্য র্যালি পানিসরা রোডের ইট অ্যান্ড মিট হতে শুরু হয়ে শেষ হয় তিন রাস্তার মোড়ে। পরে সাদা কবুতর উড়িয়ে বিভিন্ন সংগঠনের মতবিনিময় ও জনসচেতনতা সৃষ্টির জন্য মেলার আশেপাশে লিফলেট বিতরণ, গণস্বাক্ষর গ্রহণ ও শপথ পাঠ করানো হয়।
এসময় বন সংরক্ষক এএস,এম জহির উদ্দিন বলেন, অধিকাংশ সময় দেখা যায় মেছো বিড়ালকে মেছোবাঘ মনে করে অনেকেই এর ওপর নানা প্রকার নির্যাতন চালায়। এমনকি অনেকে প্রাণিটিকে পিটিয়ে হত্যা করে। যা অত্যন্ত দুঃখজনক। দিনে দিনে মেছো বিড়াল বিপন্ন প্রজাতি হিসেবে হারিয়ে যেতে বসেছে দেশ থেকে।
তিনি আরও বলেন, বন্য প্রাণি হিসেবে মেছো বাঘ প্রাকৃতিতে অনেক অবদান রাখে। এটি দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। যা মানুষ উপলব্ধি করতে পারে না। তাই আমাদের উচিত এই মূল্যবান বন্য প্রাণিটিকে সংরক্ষণ কার্যে কঠোর উদ্যোগ নেওয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবতার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার, যুগ্ম সা,সম্পাদক মান্নান, ঝন্টু, মামুন, সুলতান, রহমান, মাসুম, জাহিদ প্রমুখ।
এদিকে, আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার আয়োজনে বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে র্যালি শেষে আলতোয়েবা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ।
অনুষ্ঠানে সভাপতি সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাইদ হিরন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা আরিফুর রহমান, সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয়, উদ্ভিদ বিভাগের কর্মকর্তা নুরুজ্জামান। জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার কর্মী আরাফাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার কর্মী শাকিল আহমেদ, মাহমুদুল হাসান, আরাফাত হোসেন, খন্দকার আলিফ, আবির হোসেন, কামরুল হাসান কাজল, ক্রীড়া সংগঠক সোহাগ আলী।