ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বিজিবির পৃথক অভিযানে ১২ বাংলাদেশি আটক, ২৬৩ বোতল মদ ও ফেনসিডিল উদ্ধার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল শনিবার ৫৮ বিজিবির পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর এবং বাঘাডাঙ্গা বিওপি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জীবননগর ও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পলিয়ানপুর বিওপি রায়পুর গ্রামের মেহগনি বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। কুসুমপুর বিওপি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিপুলবাড়িয়া গ্রামের মো. রফিকুল ইসলামের আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের উথলী বিওপি উথলী মোল্লাপাড়া কলা বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ এবং ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া শনিবার ভোর ৫টার দিকে ৫৮ বিজিবির লড়াইঘাট বিওপির টহল দল মহেশপুর থানার লড়াইঘাট গ্রামের মেহগনি বাগানের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন দুটি ভারতীয় গরু আটক করেছে।

অভিযোগ রয়েছে, জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর ও সীমান্ত ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা বর্তমানে মাদক ও চোরাচালান পণ্য পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হচ্ছে। প্রায়ই এসব এলাকা থেকে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার হলেও ঘটনার সাথে জড়িত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না পাচার। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন এলাকার সচেতন মহল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

বিজিবির পৃথক অভিযানে ১২ বাংলাদেশি আটক, ২৬৩ বোতল মদ ও ফেনসিডিল উদ্ধার

আপলোড টাইম : ০৪:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল শনিবার ৫৮ বিজিবির পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর এবং বাঘাডাঙ্গা বিওপি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জীবননগর ও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পলিয়ানপুর বিওপি রায়পুর গ্রামের মেহগনি বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। কুসুমপুর বিওপি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিপুলবাড়িয়া গ্রামের মো. রফিকুল ইসলামের আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের উথলী বিওপি উথলী মোল্লাপাড়া কলা বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ এবং ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া শনিবার ভোর ৫টার দিকে ৫৮ বিজিবির লড়াইঘাট বিওপির টহল দল মহেশপুর থানার লড়াইঘাট গ্রামের মেহগনি বাগানের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন দুটি ভারতীয় গরু আটক করেছে।

অভিযোগ রয়েছে, জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর ও সীমান্ত ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা বর্তমানে মাদক ও চোরাচালান পণ্য পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হচ্ছে। প্রায়ই এসব এলাকা থেকে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার হলেও ঘটনার সাথে জড়িত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না পাচার। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন এলাকার সচেতন মহল।