আবিদা ইসলাম আদর্শ বালিকা হাফিজিয়া মাদরাসার প্রথম হেফজ সমাপনী
- আপলোড টাইম : ০৪:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার হারদী আবিদা ইসলাম আদর্শ বালিকা হাফিজিয়া মাদ্রাসার প্রথম হেফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে হারদি থানাপাড়ার আবিদা ইসলাম আদর্শ বালিকা হাফিজিয়া মাদ্রাসার প্রথম হেফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদুল ইসলাম সাজিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সিরাজুল ইসলাম, জামায়াতের উপজেলা সেক্রেটারি মামুন রেজা, চুয়াডাঙ্গা জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইম উদ্দিন হীরক, শহিদুল্লাহ খাঁন, মেহেদুজ্জামান রনি, হারদি ইউনিয়ন আমির গিয়াস উদ্দিন, ব্যবসায়ী সাহাজাহান আলী, দাতা সদস্য আবুল কাশেম। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রথম হাফেজার ফাতেমাতুজ জোহরার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাফেজ হাসানুজ্জামান।