আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন জামায়াতের টিম বৈঠক অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন জামায়াতের টিম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুর বাজারের অফিসে এই বৈঠকে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। তিনি বলেন, ইসলামি আন্দোলন আমাদের কেন করতে হবে? আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী হওয়া উচিত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক দায়িত্বশীলদের নিজেদের মান উন্নয়নের মাধ্যমে সর্বোপরি সংগঠন পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রত্যেকের জীবনের পার্থিব কাজের মধ্যে থেকে ইসলামি আন্দোলনের জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করে সংগঠনের প্রত্যেকটা বিভাগকে গতিশীল করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলগাছি ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা শহিদুল হক, সহ-সেক্রেটারি আব্দুল জব্বার, মসজিদ মিশন মানব সম্পদ ও মানবাধিকার সম্পাদক আহসান হাবীব, অফিস ও কৃষি কল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম মজনু, যুব প্রচার তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক র ফারুক জনি, শ্রমিক কল্যাণ সম্পাদক আশরাফুল আলম। বৈঠক পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির বেলগাছি ইউনিয়ন শাখার সহ-সেক্রেটারি আব্দুল জব্বার।