শিরোনাম:
মুজিবনগরে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রতিবেদক, মুজিবনগর:
- আপলোড টাইম : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
মেহেরপুরের মুজিবনগরে পরিত্যক্ত অবস্থায় ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের পশ্চিম পাড়ার মাঠ থেকে এগুলো উদ্ধার করা হয় ।
বিজিবি সূত্রে জানা গেছে, মুজিবনগর বিওপি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা মুজিবনগর উপজেলার বাংলাদেশের অভ্যন্তরে আনন্দবাস গ্রামের পশ্চিম পাড়ার মাঠে টহলে যায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা প্লাস্টিকের বস্তায় ২২০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগ :