দামুড়হুদার মুন্সিপুরে মহিলা দলের কর্মী সমাবেশে রফিকুল হাসান তনু
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে
- আপলোড টাইম : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে (৮ নম্বর ওয়ার্ড) জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মুন্সিপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তহমিনা খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
সমাবেশে প্রধান বক্তা রফিকুল হাসান তনু বলেন, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা রূপরেখা ঘোষণা দিয়েছে বিএনপি। সে লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে। যেমন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এ জন্য অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। মানবাধিকার বাস্তবায়ন করা হবে। সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনে নিয়োগ প্রদান করা হবে।
তিনি আরও বলেন, ১৬ বছর যাবত সংগঠিত সকল বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ারের নামে নির্বিচারে হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন এবং নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। দলমত ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম-কর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক ছালমা জাহান পারুল, সদস্যসচিব লাইলী আক্তার বেবি, থানা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা পলাশ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সিনিয়র সহসভাপতি করম আলী মেম্বার, সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী ভুট্ট, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসা, বিএনপির নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের নেত্রী সালেহা খাতুন।
আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজিবর রহমান মেম্বার, মো. নজরুল, মঞ্জু মিয়া, আত্তাব সর্দ্দার, হাজি আমির হোসেন, ফিরোজ, সামসুল, রফিক মাস্টার, মুকুল, যুবদল নেতা তারিকুল ইসলাম, মঞ্জু, হাসিবুল, আজিবুর রহমান, কৃষকদল নেতা আহসান খান, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী আলেয়া সিদ্দিকা, সেলিনা পারভিন, সালেহা আক্তার, শাহানা পারভিন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম।