ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহের বোড়াই যাত্রী ছাউনিটি এক মরণ ফাঁদ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
  • / ৪০৪ বার পড়া হয়েছে

bsd6fv

বদরগঞ্জ অফিস: ঝিনাইদহ সদরের সাধুহাটী ইউনিয়নের বোড়াই যাত্রী ছাউনিটি বর্তমান এক মরণ ফাঁদ হিসাবে দাড়িয়ে রয়েছে। যাত্রী ছাউনির মধ্যে কে কখন কি অবস্থায় দুর্ভাগ্যের শিকার হতে পারে তার কোন নিশ্চয়তা নেই। তেমনী ঝড়, বৃষ্টি বাদলে এমন আশক্সকাই কেউ ইচ্ছে করেও যাত্রী ছাউনির মধ্যে উঠেনা। যাত্রী ছাউনিটির দেয়ালের চারপাশ থেকে প্লাষ্টার খসে পড়ছে। ছাদের নিচ পানে তাকালে মনে হয় এখনি ভেঙ্গে পড়বে। বসা বা দাড়াবার তো প্রশ্নই আসেনা। ছাদের উপর জমে গেছে আগাছার পাহাড়। খোজ নিয়ে জানা যায়, বি,এন পি-র আমলে তৈরী হওয়া এই যাত্রী ছাউনিটি নামেই কেবল দাড়িয়ে আছে। না সেখানে মানুষ থাকে, না আছে পরিবেশ। এ যাবতকাল কোন প্রকার সংষ্কার নামক কোন পদক্ষেপও কেউ গ্রহণ করেণি। যে কারণে ছাউনিটির অবস্থা ক্রমশ কালের স্বাক্ষিতে মরণ ফাঁদ হিসাবে দাড়িয়ে আছে। যে কোন মূহুর্তে কেউ না কেউ দুর্ভাগ্যের শিকার হতে পারে বা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ একটু খতিয়ে দেখবেন এমনটাই আশা এলাকার জনসাধারণের।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহের বোড়াই যাত্রী ছাউনিটি এক মরণ ফাঁদ!

আপলোড টাইম : ১০:০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬

bsd6fv

বদরগঞ্জ অফিস: ঝিনাইদহ সদরের সাধুহাটী ইউনিয়নের বোড়াই যাত্রী ছাউনিটি বর্তমান এক মরণ ফাঁদ হিসাবে দাড়িয়ে রয়েছে। যাত্রী ছাউনির মধ্যে কে কখন কি অবস্থায় দুর্ভাগ্যের শিকার হতে পারে তার কোন নিশ্চয়তা নেই। তেমনী ঝড়, বৃষ্টি বাদলে এমন আশক্সকাই কেউ ইচ্ছে করেও যাত্রী ছাউনির মধ্যে উঠেনা। যাত্রী ছাউনিটির দেয়ালের চারপাশ থেকে প্লাষ্টার খসে পড়ছে। ছাদের নিচ পানে তাকালে মনে হয় এখনি ভেঙ্গে পড়বে। বসা বা দাড়াবার তো প্রশ্নই আসেনা। ছাদের উপর জমে গেছে আগাছার পাহাড়। খোজ নিয়ে জানা যায়, বি,এন পি-র আমলে তৈরী হওয়া এই যাত্রী ছাউনিটি নামেই কেবল দাড়িয়ে আছে। না সেখানে মানুষ থাকে, না আছে পরিবেশ। এ যাবতকাল কোন প্রকার সংষ্কার নামক কোন পদক্ষেপও কেউ গ্রহণ করেণি। যে কারণে ছাউনিটির অবস্থা ক্রমশ কালের স্বাক্ষিতে মরণ ফাঁদ হিসাবে দাড়িয়ে আছে। যে কোন মূহুর্তে কেউ না কেউ দুর্ভাগ্যের শিকার হতে পারে বা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ একটু খতিয়ে দেখবেন এমনটাই আশা এলাকার জনসাধারণের।