মেহেরপুর সরকারি কলেজের ২৫ বর্ষ পূর্তিতে নানা আয়োজন
- আপলোড টাইম : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
মেহেরপুর সরকারি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কেএম নজরুল কবীরের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খেজমত আলী মালিথা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, বশির উদ্দিন প্রমুখ।
পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীরের নেতৃত্বে শোভাযাত্রাটি সরকারি কলেজ চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে রজনীগন্ধার স্টিক দিয়ে এবং ফুল ছিটিয়ে বরণ করা হয়।