ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় জাপানে উচ্চ শিক্ষা ও চাকরি বিষয়ক সেমিনারের উদ্বোধনকালে রুহুল আমিন

সৎ এবং সত্যের পথে থেকে জীবন পরিচালনা করতে হবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ‘জাপানে উচ্চ শিক্ষা, চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে ড্রিম জাপান স্টুডেন্ট কনসালটেন্সির আয়োজনে জাপানে উচ্চ শিক্ষাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ রিয়াজুর রহমান রিদয়।

সেমিনারে স্বাগত বক্তব্যে ড্রিম জাপান স্টুডেন্ট কনসালটেন্সির স্বত্বাধিকারী মুন্সি বিপ্লব বলেন, ‘জাপানে অনেকের পড়ালেখা বা চাকরির সুযোগ এবং স্থায়ী বসবাসের সুযোগ থাকলেও বাস্তবায়ন করা সম্ভব হয় না। অনেকের মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক মাধ্যমে না জানার কারণে আমরা এগিয়ে যেতে পারি না। ড্রিম জাপান স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান সেই সকল মানুষদের জন্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এ সকল প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটির দিকনির্দেশনা আমরা ড্রিম জাপান প্রতিষ্ঠানের সকল কোর্সের মাধ্যমে দিব।’

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য রুহুল আমীন। তিনি বলেন, ‘আমরা যে কাজ বা কর্মে যুক্ত থাকি না কেন সেটি হতে হবে হালাল। হালাল পথে উপার্জনকারীকে আল্লাহ পছন্দ করেন। যার মেধা আছে দক্ষতা আছে সেগুলো সঠিক ভাবে কাজে লাগাতে হবে। সর্বত্র আমাদের আত্মমর্যাদায় বিশ্বাসী হতে হবে। সৎ এবং সত্যের পথে থেকে জীবন পরিচালনা করতে হবে। এ সময় তিনি ড্রিম জাপানের স্বত্বাধিকারীকে চুয়াডাঙ্গার মানুষের জন্য কাজ করায় ধন্যবাদ দেন এবং ড্রিম জাপানের সফলতা কামনা করেন।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গাবাসীকে টেনে তুলতে গেলে, এরকম স্বপ্ন দেখানোর মানুষ দরকার। এখানে কোনো ব্যবসা না, ঠকানো নয়, এভাবেই করবে বিপ্লব। এখন জিপিএ-৫ নিয়ে সবাই ব্যস্থ থাকে। আমাদের ইবনে সিনা, কাজী নজরুল, ফররুখ আহমেদের মতো সন্তান দরকার। ভাসানীর মতো ত্যাগী মানুষ দরকার। শেরে বাংলার মতো রাজনীতিবিদ দরকার। জগৎ বিখ্যাত মা বোনেরাও তৈরি হোক। সাংবাদিকদের ভালো কিছু হোক, সেটা আমরা চাই। জাপান এখন যে স্থানে এসেছে, সেই দেশের জনগণের দেশের প্রতি ভালোবাসার জন্য হয়েছে। আমরাও আমাদের দেশকে জাপান-সিঙ্গাপুর বানাতে পারবো, যদি দেশের প্রতি ভালোবাসার মানুষ তৈরি হয়।’ তিনি বলেন, ‘আমাদের দেশে হবে কবে সেই ছেলে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা বড্ড স্বার্থপর হয়ে গেছি। নতুন সূর্য উঠাতে হবে। নতুন চুয়াডাঙ্গা গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জাপানের ইন্টারন্যাশনাল বুদো ইউনিভার্সিটির প্রফেসর আকিকো কুদো। গ্র্যান্ড ওপেনিংয়ের সকল উপস্থিতিদের তিনি স্বাগত জানান এবং জাপানের এই কোর্সের সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার রোকনুজ্জামান, জীবননগর ডিগ্রি কলেজের প্রফেসর সাইফুল ইসলাম, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রফেসর আব্দুল মালেক, চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার প্রভাষক আবু জায়েদ আনসারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় জাপানে উচ্চ শিক্ষা ও চাকরি বিষয়ক সেমিনারের উদ্বোধনকালে রুহুল আমিন

সৎ এবং সত্যের পথে থেকে জীবন পরিচালনা করতে হবে

আপলোড টাইম : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ‘জাপানে উচ্চ শিক্ষা, চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে ড্রিম জাপান স্টুডেন্ট কনসালটেন্সির আয়োজনে জাপানে উচ্চ শিক্ষাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ রিয়াজুর রহমান রিদয়।

সেমিনারে স্বাগত বক্তব্যে ড্রিম জাপান স্টুডেন্ট কনসালটেন্সির স্বত্বাধিকারী মুন্সি বিপ্লব বলেন, ‘জাপানে অনেকের পড়ালেখা বা চাকরির সুযোগ এবং স্থায়ী বসবাসের সুযোগ থাকলেও বাস্তবায়ন করা সম্ভব হয় না। অনেকের মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক মাধ্যমে না জানার কারণে আমরা এগিয়ে যেতে পারি না। ড্রিম জাপান স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান সেই সকল মানুষদের জন্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এ সকল প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটির দিকনির্দেশনা আমরা ড্রিম জাপান প্রতিষ্ঠানের সকল কোর্সের মাধ্যমে দিব।’

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য রুহুল আমীন। তিনি বলেন, ‘আমরা যে কাজ বা কর্মে যুক্ত থাকি না কেন সেটি হতে হবে হালাল। হালাল পথে উপার্জনকারীকে আল্লাহ পছন্দ করেন। যার মেধা আছে দক্ষতা আছে সেগুলো সঠিক ভাবে কাজে লাগাতে হবে। সর্বত্র আমাদের আত্মমর্যাদায় বিশ্বাসী হতে হবে। সৎ এবং সত্যের পথে থেকে জীবন পরিচালনা করতে হবে। এ সময় তিনি ড্রিম জাপানের স্বত্বাধিকারীকে চুয়াডাঙ্গার মানুষের জন্য কাজ করায় ধন্যবাদ দেন এবং ড্রিম জাপানের সফলতা কামনা করেন।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গাবাসীকে টেনে তুলতে গেলে, এরকম স্বপ্ন দেখানোর মানুষ দরকার। এখানে কোনো ব্যবসা না, ঠকানো নয়, এভাবেই করবে বিপ্লব। এখন জিপিএ-৫ নিয়ে সবাই ব্যস্থ থাকে। আমাদের ইবনে সিনা, কাজী নজরুল, ফররুখ আহমেদের মতো সন্তান দরকার। ভাসানীর মতো ত্যাগী মানুষ দরকার। শেরে বাংলার মতো রাজনীতিবিদ দরকার। জগৎ বিখ্যাত মা বোনেরাও তৈরি হোক। সাংবাদিকদের ভালো কিছু হোক, সেটা আমরা চাই। জাপান এখন যে স্থানে এসেছে, সেই দেশের জনগণের দেশের প্রতি ভালোবাসার জন্য হয়েছে। আমরাও আমাদের দেশকে জাপান-সিঙ্গাপুর বানাতে পারবো, যদি দেশের প্রতি ভালোবাসার মানুষ তৈরি হয়।’ তিনি বলেন, ‘আমাদের দেশে হবে কবে সেই ছেলে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা বড্ড স্বার্থপর হয়ে গেছি। নতুন সূর্য উঠাতে হবে। নতুন চুয়াডাঙ্গা গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জাপানের ইন্টারন্যাশনাল বুদো ইউনিভার্সিটির প্রফেসর আকিকো কুদো। গ্র্যান্ড ওপেনিংয়ের সকল উপস্থিতিদের তিনি স্বাগত জানান এবং জাপানের এই কোর্সের সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার রোকনুজ্জামান, জীবননগর ডিগ্রি কলেজের প্রফেসর সাইফুল ইসলাম, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রফেসর আব্দুল মালেক, চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার প্রভাষক আবু জায়েদ আনসারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।