চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে দর্শনা ও জীবননগরে কম্বল বিতরণ
স্বাধীনতার ৫৪ বছর পরও কম্বল বিতরণ করতে হচ্ছে: তৌহিদ
- আপলোড টাইম : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. তৌহিদ হোসেন বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো দরিদ্র মানুষের জন্য কম্বল বিতরণ করতে হচ্ছে। এজন্যই দেশ স্বাধীন হয়েছিল? স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব-সাম্যের উন্নয়ন হয়নি। রাজনৈতিক লোকেদের লোভ-লালসার দুর্নীতি লুটপাট হয়ে গিয়েছিল দেশ। দেশের উন্নয়ন হয়নি। মানুষের উন্নয়ন হয়নি। সাম্যের বাংলাদেশ গড়তে পারেনি আমরা। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দর্শনা প্রেসক্লাবে চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিথত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক সাবেক ও চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল আতাহার তাজ, চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্যসচিব শিক্ষক ও সাংবাদিক শেখ সেলিম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান আলী, সাংবাদিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, চ্যানেল ২৪ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি রেজাউল করিম লিটন, দর্শনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক মামুন, ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য নাজিমউদ্দিন অ্যাডভোকেট শিল্পী, মিলন হোসেন প্রমুখ।
এদিকে জীবননগরে ১০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে জীবননগর প্রেসক্লাব প্রাঙ্গণে চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী এম আর বাবু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের আহ্বায়ক তৌহিদ হোসেন।
বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক শেখ সেলিম, চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্যসচিব শিক্ষক ও সাংবাদিক শেখ সেলিম, যুগ্ম আহ্বায়ক সাবেক ও চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন প্রমুখ।