ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার সকল ইটভাটা বন্ধের হুঁশিয়ারি

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৩:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার ইটভাটা মালিকরা জেলা প্রশাসনের কাছে তাদের ব্যবসায়িক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছে। হুঁশিয়ারি দিয়েছেন সংকট গভীর হলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন তারা। চুয়াডাঙ্গা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার চার উপজেলার ইটভাটা মালিকরা নানা বিধি-ব্যবস্থা এবং হয়রানির শিকার হচ্ছেন, যা তাদের ব্যবসা চালাতে ব্যাপক সমস্যা সৃষ্টি করছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে এই শিল্পটি ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলায় এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় এক লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। এবং সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইটভাটাগুলো অবকাঠামো উন্নয়নে অবদান রাখলেও, বর্তমানে জেলার সকল ইটভাটা মালিকরা সমস্যার মুখে পড়ে তাদের কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়েছে, যদি এই সমস্যার সমাধান না হয়, তবে জেলার সকল ইটভাটা বন্ধের ঘোষণা আসতে পারে। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ইট প্রস্তুতকারী মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মালিকরা এ বিষয়ে জোর দাবি জানিয়েছেন।

এদিকে, সংগঠনের সভাপতি খাজা নাসির উদ্দিন শান্তি, সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোতালেব, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়েছে, যদি সমস্যা সমাধান না হয়, তাহলে একে একে ইটভাটা মালিকরা পুঁজি হারিয়ে পথে বসে যাবেন। কারণ ইতোমধ্যে ১৮টি ইটভাটা পুঁজি সংকটে বন্ধ হয়ে গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার সকল ইটভাটা বন্ধের হুঁশিয়ারি

আপলোড টাইম : ০৩:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার ইটভাটা মালিকরা জেলা প্রশাসনের কাছে তাদের ব্যবসায়িক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছে। হুঁশিয়ারি দিয়েছেন সংকট গভীর হলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন তারা। চুয়াডাঙ্গা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার চার উপজেলার ইটভাটা মালিকরা নানা বিধি-ব্যবস্থা এবং হয়রানির শিকার হচ্ছেন, যা তাদের ব্যবসা চালাতে ব্যাপক সমস্যা সৃষ্টি করছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে এই শিল্পটি ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলায় এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় এক লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। এবং সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইটভাটাগুলো অবকাঠামো উন্নয়নে অবদান রাখলেও, বর্তমানে জেলার সকল ইটভাটা মালিকরা সমস্যার মুখে পড়ে তাদের কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়েছে, যদি এই সমস্যার সমাধান না হয়, তবে জেলার সকল ইটভাটা বন্ধের ঘোষণা আসতে পারে। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ইট প্রস্তুতকারী মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মালিকরা এ বিষয়ে জোর দাবি জানিয়েছেন।

এদিকে, সংগঠনের সভাপতি খাজা নাসির উদ্দিন শান্তি, সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোতালেব, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়েছে, যদি সমস্যা সমাধান না হয়, তাহলে একে একে ইটভাটা মালিকরা পুঁজি হারিয়ে পথে বসে যাবেন। কারণ ইতোমধ্যে ১৮টি ইটভাটা পুঁজি সংকটে বন্ধ হয়ে গেছে।