চুয়াডাঙ্গা পৌর জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন
- আপলোড টাইম : ০৩:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌর জামায়াতের বার্ষিক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, ‘আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া যে আমরা ২০২৫ সালের পরিকল্পনা গ্রহণ করতে পেরেছি। আগামীর সোনার বাংলা গড়তে আমাদেরকে যোগ্য এবং দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।’
পৌর জামায়াতের সহকারী সেক্রেটরি সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবিরের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন। বিভাগীয় পরিকল্পনা পেশ করেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমীর মাহবুব আশিক শফি, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, অফিস সম্পাদক আবু জায়েদ আনসারী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ইকবাল হুসাইন, শিক্ষা সম্পাদক মতিউর রহমান, পেশাজীবী সম্পাদক দেলোয়ার হোসেন, যুব বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি আবদুস শুকুর মালিক।