বাকাএভের মহাসচিব হলেন আলমডাঙ্গার তুষার
- আপলোড টাইম : ০৩:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) তানভীর আহমেদ তুষারকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে। তুষার আলমডাঙ্গার পারলক্ষ¥ীপুর গ্রামের ফিরোজ আহম্মেদ লাটিয়ার মিয়ার ছেলে। গতকাল শনিবার এনবিআরের পুরাতন ভবনে অবস্থিত বাকাএভ কার্যালয়ে রাজস্ব কর্মকর্তা ও বাকাএভ সহসভাপতি মোহাম্মদ জোনায়েদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) কেএম মাহবুব আলম সভাপতি নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত মহাসচিব তুষার বলেন, ‘লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ের পাশাপাশি কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগের সম্মান অক্ষুণ্ন রেখে মাঠপর্যায়ের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তারা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নযাত্রায় গর্বিত অংশীদার হতে চাই।’