আলমডাঙ্গায় শুভ সাধুসঙ্গ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার পাঁচলিয়া গ্রামের ইউনুচ বাউলের (উদাস বাউল) ২৩তম তিরোধান দিবস উপলক্ষে শুভ সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের নিজ মাজার প্রাঙ্গণে এই সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন গজ্ঞের আলী শাহ, সানোয়ার দেওয়ান, আতিক বিশ্বাস, আব্দুল মালেক, আনিছুর রহমান, ডা. মাসুদ রানা পান্না, চাঁদ আলী, আনন্দ, হারুন রশিদ, হারুন উদাস, মকলেছুর রহমান, সবুজ প্রমুখ। উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামের খোদাবক্স শাহ ও খোরমাননেচার ঘর আলো করে ১৯৪৮ সালে জন্ম নেয় ইউনুচ বাউল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। এই সময় তিনি কুষ্টিয়া জোনের আনসার বাহিনীতে কর্মরত ছিলেন। ছোট বেলা থেকেই সংগীতের প্রতি ছিল চরম আসক্তি আর অনুরাগ। শিষ্যত্ব গ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহের নিকট। দেশ ছাড়িয়ে বিদেশ বিভূঁইয়ে পালাগানের শিল্পী হিসেবে সুনাম আর সুখ্যাতি অর্জন করেন। খুলনার বেতার কেন্দ্রে নিয়মিত শিল্পী ছিলেন।