আলমডাঙ্গায় খতমে কুরআন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
- আপলোড টাইম : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার দারুস সালাম মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা একরামুল হকের পুত্র হাফেজ আব্দুর রহমানের খতমে কুরআন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদ কামাল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ইমাম সমিতির সভাপতি ডেন্টিস্ট শাফায়েতুল ইসলাম হিরো, হাফেজ মাওলানা ইমদাদুল হক, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, মাদ্রাসাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনিসুর রহমান ও মাওলানা আকরামুল হক। হাফেজ মাওলানা গোলাম মোক্তাদিরের উপস্থাপনায় আরও বক্তব্য দেন আমেরিকা প্রবাসী শেখ আব্দুল কাদির, হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, মিজানুর রহমান, আপনজন মডেল স্কুলের পরিচালক রেজাউল হক লাভলু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম প্রমুখ।