দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সভা
দলকে সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যয়
- আপলোড টাইম : ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দলকে সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে দামুড়হুদা সদর ইউনিয়নের ৪ নম্বর ও হাউলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় উপজেলার জয়রামপুর স্টেশন বাজার মাঠে হাউলী ইউনিয়ের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনছার আলী, হাউলী ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও থানা বিএনপি নেতা রোকনুজ্জামান তোতাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা হুমায়ুন কবির ডাবলু, মমিনুল ইসলাম, সুমন, হাউলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শমসের আলী, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, হাউলী ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, যুবদল নেতা আরিফুল ইসলাম, দেলোয়ার ও নূর সালাম।
সভায় বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং ঐক্য বজায় রেখে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ের কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে। তারা দলীয় আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম।
এদিকে, দামুড়হুদা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উগ্যোগে গতকাল রাত ৮টায় পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতির আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা যে অপকর্মগুলো করেছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না, আপনারা নিজের চোখেই েেখছেন। পাপ বেশি হয়ে গিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার। তাই ছাত্র-জনতার তোপের মুখে এমপি-মন্ত্রী ও নেতা-কর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছে। এর মতো লজ্জার আর কিছু হয় না। তিনি আরও বলেন, ‘বিএনপির দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, কখনো দিবে না। বিএনপি জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ।’
কর্মী সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী, থানা বিএনপির নেতা রোকনুজ্জামান তোতাম, আব্দুস সালাম ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল আজাদ, ামুড়হুদা যুবলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ওয়ার্ড যুবদলের নেতা বাকীবিল্লাহ, সাইফুল ইসলাম মল্লিক, ফয়জুল খাঁ, আবু বক্কর সাইদুর, নয়ন জহিরুল ইসলাম, বাবু আবুজার, মণ্টু, ডাবলু, শাহ আলম, আব্দুর রাজ্জাক রফিকুল ইসলাম, খোকন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা ওমর ফারুক।