দামুড়হুদায় ২৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
দামুড়হুদা থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৩ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসয়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বিষ্ণুপুর বাজারে অভিযান চালিয়ে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম একই গ্রামের মনসুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নির্দেশে বিষ্ণুপুর ক্যাম্প ইনচার্জ এসআই মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিষ্ণুপুর বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে তরিকুল ইসলামকে আটক করেন। পরে তার দেহে তল্লাশি করলে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই দামুড়হুদা মডেল থানায় তরিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। ওসি হুমায়ুন কবির জানান, আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।