গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জীবন গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে সন্ত্রাস বিরোধী দমন আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ানুল হক ইমনের দায়ের করা মামলায় গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকার শুক্রবার দুপুরে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জীবন আকবর শিশিরপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ানুল হক ইমনের দায়ের করা সন্ত্রাস বিরোধী দমন আইন মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি জীবন আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তার নিজ বাড়ি শিশিরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দায়ের করা মামলা নম্বর ১১, তারিখ ১১/০৮/২৪, ধারা সন্ত্রাস দমণ আইনের ৬(২)/৭(৫)/৭(৬) (ক)/ ৭(৬) খ/১০/১১/১২/১৪ ইং। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাংনী থানার মাধ্যমে বিকেলেই তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।