দর্শনায় ভোরের সাথী আলী হোসেনের অবসর সংবর্ধনা
- আপলোড টাইম : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
দর্শনা ভোরের সাথীর অন্যতম সদস্য ও দর্শনা পৌরসভার নাইট গার্ড জয়নগর গ্রামের আলী হোসেন অবসরে গেছেন। তার বিদায় উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৮টায় দর্শনা কলেজ মঞ্চে এক সংবর্ধনা ও প্রীতভোজ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভোরের সাথীরা বলেন, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হলে আর আলী হোসেনকে পাওয়া যাবে না, যা সবার জন্যই এক ধরনের অভাব বয়ে আনবে। দর্শনা ভোরের সাথী একটি অরাজনৈতিক সংগঠন, যেখানে ধর্ম, বর্ণ, মত ও পথ নির্বিশেষে সকলেই অংশ নেন। কলেজ চত্বরে প্রতিদিনের হাঁটার পাশাপাশি চলে প্রাণবন্ত আড্ডা, যা পুরো দিনটিকে উচ্ছ্বাসে ভরিয়ে দেয়।
সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু, বড়শলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, ঠিকাদার নাজমুল হুদা, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, সাবেক ব্যাংকার ও বীর মুক্তিযোদ্ধা আনেয়ার হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা খালিদ হাসান, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মালেক, স্বর্ণ ব্যবসায়ী শৈলেন কুমার শান্তা, দর্শনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক লুৎফর রহমান, ছাত্র সবুজ ও রাজু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, আব্দুল মজিদ, এসকে আলম, আলউদ্দিন ও ডিটু। অনুষ্ঠানে বক্তারা আলী হোসেনের কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং তার সুস্থ-সবল জীবন কামনা করেন।ধ