ইসলামী শ্রমিক আন্দোলন চুয়াডাঙ্গা জেলা সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি মুহাম্মদ নাজিম ও সম্পাদক সাইফুল
- আপলোড টাইম : ০৫:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন চুয়াডাঙ্গা জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দৌলতদিয়াড় তাসনিম-নূর কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শেখ পেয়ার মোহাম্মদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম আজাদ।
জেলা শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারি তুষার ইমরান সরকার, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মোশারেফ হোসেন, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি জিনারুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সহসভাপতি নাজিম উদ্দীন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের সার্বিক উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য এবং অর্থনীতিকে শক্তিশালী করতে ইসলামী শাসনব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার বিকল্প নেই।’
এসময় সম্মেলনে আগত নতুন শ্রমিক নেতারা ইসলামী আদর্শ ও শ্রমনীতিতে উদ্বুদ্ধ হয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেন। সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ নাজিম উদ্দীন, সহসভাপতি আলহাজ আবু হানিফ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম। গতকাল রাতে বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।