ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

জমি নিয়ে বিরোধের জেরে আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী আবু বক্কর সিদ্দীক গতকাল শুক্রবার ৮ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে আবু বক্কর জানান, তার পরিবার ২৩ শতক জমিতে বসবাস করে আসছে। সম্প্রতি প্রতিপক্ষ জমির অংশবিশেষ নিজেদের দাবি করে বিরোধে জড়ায়। গত বুধবার রাত দেড়টার দিকে রাম দা, লোহার রড ও জিআই পাইপ নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এবং নির্মাণাধীন ঘর ভেঙে ফেলা হয়। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, রাত ১০টার দিকে হামলাকারীরা অস্ত্র নিয়ে আশপাশে ঘোরাফেরা করে এবং পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়। প্রতিপক্ষ একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আবু বক্করের ছোট ভাই ওসমান গনি বলেন, ‘আমরা কারও সঙ্গে বিরোধে জড়াইনি। জমিটি আমাদের দাদার নামে রেকর্ডভুক্ত। কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা করছে। আইনিভাবে মীমাংসার বদলে গায়ের জোরে আমাদের হয়রানি করছে।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী রবিল হোসেন, মো. জয়নাল ও বোরহান ফোন রিসিভ করেননি।

এলাকাবাসীর দাবি, জমিটি বহু বছর আগে রবিউলের বাবা সুলতানের নিকট থেকে আবু বক্করের দাদা কিনেছিলেন, তবে রেজিস্ট্রি হয়নি। এখন রবিল জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ বিষয়ে বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন জানান, সুলতানের উত্তরসূরিদের নিজস্ব জমি নেই। তারা প্রায় ১০০ শতক জমি নিয়ে বিভিন্নজনের সঙ্গে বিরোধে জড়াচ্ছে। এ বিষয়ে রোববার ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হবে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। বুধবার রাতের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

আপলোড টাইম : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫

জমি নিয়ে বিরোধের জেরে আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী আবু বক্কর সিদ্দীক গতকাল শুক্রবার ৮ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে আবু বক্কর জানান, তার পরিবার ২৩ শতক জমিতে বসবাস করে আসছে। সম্প্রতি প্রতিপক্ষ জমির অংশবিশেষ নিজেদের দাবি করে বিরোধে জড়ায়। গত বুধবার রাত দেড়টার দিকে রাম দা, লোহার রড ও জিআই পাইপ নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এবং নির্মাণাধীন ঘর ভেঙে ফেলা হয়। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, রাত ১০টার দিকে হামলাকারীরা অস্ত্র নিয়ে আশপাশে ঘোরাফেরা করে এবং পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়। প্রতিপক্ষ একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আবু বক্করের ছোট ভাই ওসমান গনি বলেন, ‘আমরা কারও সঙ্গে বিরোধে জড়াইনি। জমিটি আমাদের দাদার নামে রেকর্ডভুক্ত। কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা করছে। আইনিভাবে মীমাংসার বদলে গায়ের জোরে আমাদের হয়রানি করছে।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী রবিল হোসেন, মো. জয়নাল ও বোরহান ফোন রিসিভ করেননি।

এলাকাবাসীর দাবি, জমিটি বহু বছর আগে রবিউলের বাবা সুলতানের নিকট থেকে আবু বক্করের দাদা কিনেছিলেন, তবে রেজিস্ট্রি হয়নি। এখন রবিল জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ বিষয়ে বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন জানান, সুলতানের উত্তরসূরিদের নিজস্ব জমি নেই। তারা প্রায় ১০০ শতক জমি নিয়ে বিভিন্নজনের সঙ্গে বিরোধে জড়াচ্ছে। এ বিষয়ে রোববার ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হবে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। বুধবার রাতের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’