আলমডাঙ্গায় যুবদল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- আপলোড টাইম : ০৫:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে যুবদল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর এলাকার টকিজ হলপাড়ায় শুকনো জিকে সেচ খালের ভেতর অস্থায়ীভাবে ক্রিকেট মাঠ তৈরি করে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
প্রধান অতিথি বলেন, ‘খেলাধুলাই একমাত্র পথ, যা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে। মাদক যুবসমাজ ধ্বংসের প্রধান হাতিয়ার, আর খেলাধুলা তাদের রক্ষার মূল হাতিয়ার। খেলাধুলার কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘মাদককে না বলুন, খেলাধুলাকে আকড়ে ধরুন। যে কোনো জায়গায়, যে কোনো খেলাধুলায় আমার সহযোগিতা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসিবুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা উজ্জল, আক্তারুজ্জামান লুলু, বাপ্পি, রিপন, রনি, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক শান্ত, সালমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।