ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগরে মুরগিবাহী আলমসাধুতে ডাকাত দলের হানা

ড্রাইভারকে কুপিয়ে জখম, ৩০ হাজার টাকা লুট

জীবননগর অফিস :
  • আপলোড টাইম : ০৫:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে মধ্যরাতে ডাকাতদলের হামলায় এক গাড়িচালককে কুপিয়ে জখম করে ৩০ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিনগত (৩১ জানুয়ারি) শুক্রবার রাত ৩টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে এ ঘটনা ঘটে। হামলায় মীম পোলট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারির মুরগিবাহী আলমসাধুর চালক মনির হোসেন (৪০) আহত হন। তিনি উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের জামাত আলীর ছেলে। জানা গেছে, বিক্রি শেষ করে রাতে বাড়ি ফেরার পথে ৫-৬ জন মুখোশধারী দুর্বৃত্ত সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে মনির হোসেনের আলমসাধুর গতিরোধ করে। এসময় ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে এবং তার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে জখম অবস্থায় মনির হোসেন কোনোভাবে গ্রামের দিকে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত মনির সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এ বিষয়ে মীম পোলট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারির মালিক মাহমুদুর রহমান মিঠুন বলেন, ‘আমার হ্যাচারির মালামাল বিক্রি করে ফেরার পথে চালক মনিরের ওপর হামলা হয়। তাকে গুরুতর জখম করে ৩০ হাজার টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে মুরগিবাহী আলমসাধুতে ডাকাত দলের হানা

ড্রাইভারকে কুপিয়ে জখম, ৩০ হাজার টাকা লুট

আপলোড টাইম : ০৫:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগরে মধ্যরাতে ডাকাতদলের হামলায় এক গাড়িচালককে কুপিয়ে জখম করে ৩০ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিনগত (৩১ জানুয়ারি) শুক্রবার রাত ৩টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে এ ঘটনা ঘটে। হামলায় মীম পোলট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারির মুরগিবাহী আলমসাধুর চালক মনির হোসেন (৪০) আহত হন। তিনি উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের জামাত আলীর ছেলে। জানা গেছে, বিক্রি শেষ করে রাতে বাড়ি ফেরার পথে ৫-৬ জন মুখোশধারী দুর্বৃত্ত সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে মনির হোসেনের আলমসাধুর গতিরোধ করে। এসময় ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে এবং তার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে জখম অবস্থায় মনির হোসেন কোনোভাবে গ্রামের দিকে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত মনির সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এ বিষয়ে মীম পোলট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারির মালিক মাহমুদুর রহমান মিঠুন বলেন, ‘আমার হ্যাচারির মালামাল বিক্রি করে ফেরার পথে চালক মনিরের ওপর হামলা হয়। তাকে গুরুতর জখম করে ৩০ হাজার টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।’