গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
- আপলোড টাইম : ১১:২৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন, বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, খানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মণ্টু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলাম প্রমুখ।