ঝিনাইদহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ১১:২৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নাহিদ সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ব্যবসায়ী হাসান প্রমুখ।
খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. এনামুল হক লেলিন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনভর এ অনুষ্ঠানে সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।