কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের সব্বেদারি অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:২৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সব্বেদারি (রাত্রিযাপন) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার সময় কুড়ুলগাছি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদাবরী কবরস্থানপাড়া জামে মসজিদে এই সব্বেদারি অনুষ্ঠিত হয়। কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা সদেকিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনশক্তিকে সৎ, যোগ্য, আমানতদারী, গণমুখী চরিত্র, মানবতার কল্যাণে কাজ করা, জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামি আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা জানা এবং পরকালের জবাবদিহিতার কথা মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইকামাতে দ্বীনের কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিটের সদস্য আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দামুড়হুদা উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল বাশার, দর্শনা থানা আমির রেজাউল করিম, থানা সেক্রেটারি মাহাবুর রহমান টুকু, থানা সহকারী সেক্রেটারি মাওলানা মাজারুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য সাইদুর রহমান মাস্টার, জিয়াউর রহমান মুহুরি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়ুলগাছি ইউনিয়ন নায়েবে আমির মাওলানা হাফিজুর রহমান, ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আলিম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল আক্তার, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সরফরাজ উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান কাবিল, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ওসমান গনি, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি শিহাব উদ্দীন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মিজান, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি সবুর খান প্রমুখ।